Monday, September 1, 2025
বাড়িখবরলাইফ স্টাইলতুলাশিখর আরডি ব্লকে স্বাস্থ্যকর্মীদের সচেতনতামূলক আলোচনা সভা

তুলাশিখর আরডি ব্লকে স্বাস্থ্যকর্মীদের সচেতনতামূলক আলোচনা সভা

খোয়াই জেলার অধীন তুলাশিখর আরডি ব্লকের কমিউনিটি হলে গত ২৩ মে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ব্লক ভিত্তিক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তাতে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং হেমন্ত দেববর্মা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সকল আশা এবং আশা ফেসিলিটেটরগণ অংশগ্রহণ করেন । উক্ত সভায় ম্যালেরিয়া প্রতিরোধে কি কি করণীয় , আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রাপ্ত সুবিধা , গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসব করানো , শিশুদের সম্পূর্ণ টিকাকরণ করানো , কোভিড -১৯ টিকা গ্রহণ নিশ্চিতকরণ এবং করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ইত্যাদি সম্পর্কে সকল জনগনকে অবহিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান । এই সভায় উপস্থিত ছিলেন তুলাশিখর ব্লকের বিডিও মানস মুড়া সিং , বিএসি চেয়্যারম্যান প্রদীপ দেববর্মা , ডাঃ প্রসূন দেববর্মা , ডাঃ তাপস কুমার সরকার , এমপিএস তাংক্রাক তিপ্রাসা এবং এমটিএস দীপ দত্ত চৌধুরী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য