খোয়াই জেলার অধীন তুলাশিখর আরডি ব্লকের কমিউনিটি হলে গত ২৩ মে স্বাস্থ্যকর্মীদের নিয়ে ব্লক ভিত্তিক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তাতে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং হেমন্ত দেববর্মা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সকল আশা এবং আশা ফেসিলিটেটরগণ অংশগ্রহণ করেন । উক্ত সভায় ম্যালেরিয়া প্রতিরোধে কি কি করণীয় , আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রাপ্ত সুবিধা , গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসব করানো , শিশুদের সম্পূর্ণ টিকাকরণ করানো , কোভিড -১৯ টিকা গ্রহণ নিশ্চিতকরণ এবং করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ইত্যাদি সম্পর্কে সকল জনগনকে অবহিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান । এই সভায় উপস্থিত ছিলেন তুলাশিখর ব্লকের বিডিও মানস মুড়া সিং , বিএসি চেয়্যারম্যান প্রদীপ দেববর্মা , ডাঃ প্রসূন দেববর্মা , ডাঃ তাপস কুমার সরকার , এমপিএস তাংক্রাক তিপ্রাসা এবং এমটিএস দীপ দত্ত চৌধুরী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।