Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলপশ্চিম পুরাথল রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম

পশ্চিম পুরাথল রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম

বিশালগর এলাকার পুরাথল উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পশ্চিম পুরাথল রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২১ মে অঙ্গনওয়াড়িকেন্দ্রের ছাত্রছাত্রীদের রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের অধীন স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এই কর্মসূচিতে ছয় বৎসর বয়সের মোট ১৫ জন শিশুকে এবং ছয় বৎসরের উর্ধ্বে মোট ১১ জন শিশুকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের ডাঃ তপশ্রী পাল ও ডাঃ ঝিলম দাস স্ক্রিনিং করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের এএনএম বনশ্রী ভৌমিক ও এমপিডব্লিও মুনমুন সেন । এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকল অভিভাবকদেরকে শিশুদের ও গর্ভবতী মায়েদের নিয়মিত টিকাকরণের গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চকআপ নিশ্চিত করা নিয়ে আলোচনা করেন এবং জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাসমূহ গ্রহণ করার ব্যাপারে পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে এলাকার অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য