পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে গত ২১ মে আইজিএম হাসপাতালে মহিলাদের এক বন্ধ্যাত্বকরণ শিবির অনুষ্ঠিত হয় । এই বন্ধ্যাত্বকরণ শিবিরে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার অন্তর্গত মোট সাত জন সুবিধাভোগীকে বন্ধ্যাত্বকরণ করেন । উক্ত বন্ধ্যাত্বকরণ শিবিরের সুযোগ গ্রহণ করার জন্য স্বাস্থ্যকেন্দ্রে এমপিডব্লিও , এমপিএস ও আশাকর্মীরা এলাকার মহিলাদেরকে বন্ধ্যাত্বকরণের সুবিধা নিয়ে সচেতন করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



