তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন পূর্ব তকছাইয়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন ঈশ্বর চৌ পাড়ায় গত ২১ মে ম্যালেরিয়া শনাক্তকরণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই স্বাস্থ্য শিবিরে মোট ১৯ জন অংশগ্রহণ করেন । উক্ত কর্মসূচিতে ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে সকলের রক্ত পরীক্ষা করা হয় ও ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় । তাতে সবার রিপোর্ট নেগেটিভ আসে । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিএস তাংক্রাক তিপ্রাসা , এমপিডব্লিও দিলীপ দেববর্মা এবং আশাকর্মী নেহা রাণী দেববর্মা ও জীনতা দেববর্মা । এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে নিয়মিত মশারি ব্যাবহার করা , ডিটিটি স্প্রে করা , বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করা , জলবাহিত রোগ , বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ , শিশুদের নিয়মিত টিকারণের উপকারিতা , গর্ভবতী মায়েদের আয়রন টেবলেট খাওয়ার গুরুত্ব , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া এবং কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



