Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলপশ্চিম রাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি

পশ্চিম রাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচির অঙ্গ হিসাবে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন পশ্চিম রাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রে গত ২১ মে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে প্রাক প্রসবকালীন পরীক্ষা – নিরীক্ষা করা হয় । তাতে আট জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকর্মীরা এএনসি চেকআপ করেন ও বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা – নিরীক্ষা করেন । এই কর্মসূচিতে জেএসএসকে , জেএসওয়াই , এবং এবিপিএমজেএওয়াই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য গর্ভবতী মায়েদের অবগত করা হয় । তাছাড়া এদিন গর্ভবতী মায়েদের আয়রন ফলিক অ্যাসিড টেবলেট ও ক্যালসিয়াম টেবলেট দেওয়া হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও সনজিৎ দেববর্মা ও এলাকার আশাকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য