প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচির অঙ্গ হিসাবে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন পশ্চিম রাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রে গত ২১ মে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে প্রাক প্রসবকালীন পরীক্ষা – নিরীক্ষা করা হয় । তাতে আট জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকর্মীরা এএনসি চেকআপ করেন ও বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা – নিরীক্ষা করেন । এই কর্মসূচিতে জেএসএসকে , জেএসওয়াই , এবং এবিপিএমজেএওয়াই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য গর্ভবতী মায়েদের অবগত করা হয় । তাছাড়া এদিন গর্ভবতী মায়েদের আয়রন ফলিক অ্যাসিড টেবলেট ও ক্যালসিয়াম টেবলেট দেওয়া হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও সনজিৎ দেববর্মা ও এলাকার আশাকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



