Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলবৈরাগী ঢেপা পাড়ায় স্বাস্থ্য শিবির

বৈরাগী ঢেপা পাড়ায় স্বাস্থ্য শিবির

মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন চাকমাঘাট শিবির উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বৈরাগী ঢেপা পাড়ায় গত ২০ মে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে এলাকার মোট ৩৪ জনকে চিকিৎসা করে প্রয়োজন অনুসারে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । এরমধ্যে সাতজনের শ্বসনতন্ত্রে সংক্রমণ ছিল এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে আরডিটি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তাতে সকলের রিপোর্টই নেগেটিভ ছিল । স্বাস্থ্যকর্মীরা উক্ত শিবিরে ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে নিয়মিত মশারি ব্যাবহার করা , ডিটিটি স্প্রে করা , বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন এবং কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন উপস্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও শিশু ঋষিদাস , আশা ফেসিলিটেটর অঘোরমালা দেববর্মা এবং এলাকার আশাকর্মী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য