Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলরাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে শিশুর বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে শিশুর বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি

গন্ডাতুইসা মহকুমার অন্তর্গত চন্দ্রকিশোর পাড়ার ১৭ মাস বয়সী এক শিশুকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে প্রচন্ড কাশি ও জ্বরের উপসর্গ নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের ভর্তি করানো হয় । হাসপাতালে চিকিৎসকরা শিশুটির প্রাথমিক চিকিৎসায় হৃদযন্ত্রে সমস্যা ধরা পরে । তখন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসাকর্মীরা প্রাথমিক স্ক্রিনিং করে শিশুটির হৃদরোগের উপসর্গ সনাক্ত করেন । তারপর শিশুটিকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের সহায়তায় হৃদরোগ নিশ্চিতকরণে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে উন্নত পরীক্ষার জন্য প্রেরণ করে । তাতে পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে শিশুটি জন্মগত হৃদরোগে আক্রান্ত এবং শিশুটিকে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বহির্রাজ্যে বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করার জন্য পরামর্শ প্রদান করেন । এরপর রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের সহায়তায় গত ১৭ মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির বিনামূল্যে হৃদরোগের জটিল অস্ত্রোপচার করা হয় । বর্তমানে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এবং তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে । বিনামূল্যে হৃদরোগের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হওয়ায় রোগীর পরিজনেরা মহকুমা হাসপাতালের আরবিএসকে টিমের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য