Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলপশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রে প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা

পশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রে প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা

ঊনকোটি জেলায় কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত পশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রে গত ১১ মে গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা – নিরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে পশ্চিম মসাউলি উপস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার আগমনী দেব মোট ১০ জন গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষা করেন । পাশাপাশি গর্ভবতী মায়ের প্রাক প্রসবকালীন চারটি এ এন সি চেকআপ সহ রক্তাল্পতা রোধে নিয়মিত আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , আয়োডিন ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিরোধের উপায় , গর্ভবর্তী মা ও শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা , জননী সুরক্ষা যোজনা নিয়েও আলোচনা করেন এবং করোনা সংক্রমণ রোধে সবাইকে সরকার নির্দেশিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন । তাছাড়া এই কর্মসূচিতে এমপিডব্লিও অর্পিতা ধর ও এলাকার আশাকর্মীগণ উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য