গন্ডাতুইসা মহকুমার অন্তর্গত দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গিরাচন্দ্র পাড়ায় গত ১৪ মে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ২৬ জন এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এরমধ্যে জ্বরের উপসর্গ ছিল একজনের , পেটের সমস্যা ছিল একজনের এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । এই শিবিরে জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদেরকে ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে রক্ত পরীক্ষা করা হয় , সবার রিপোর্টই নেগেটিভ ছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার সুমেন গোপ ও এলাকার আশাকর্মী । এছাড়াও এদিন উক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত রতননগর বাজারেও এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । তাতে মোট ১০১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । এর মধ্যে জ্বরের উপসর্গ ছিল আট জনের , সর্দি ও কাশি ছিল ১০ জনের , পেটের সমস্যা ছিল ১৮ জনের এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । স্বাস্থ্যকর্মীরা জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের ম্যালেরিয়া শনাক্তকরণের লক্ষ্যে রক্তের নমুনা পরীক্ষা করা হয় , তাতে কারোর মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ কুম্ৰাং দেববর্মা , কমিউনিটি হেলথ অফিসার মহম্মদ আমেদ উদ্দিন , এমপিডব্লিও রিপন শীল , ল্যাব টেকনেশিয়ান সুমন জয় রিয়াং , জিডিএ জীবন পোদ্দার ও এলাকার আশাকর্মী । উক্ত শিবিরগুলিতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকলকে আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের সুবিধা সমূহ , শিশুদের নিয়মিত টিকা করানোর উপকারিতা , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেক আপ করানো , ডায়ারিয়া , ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগ প্রতিরোধের উপায় এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



