বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ১৫ মে বিশালগড় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোভিড টিকা প্রদান করা হয় । এদিন ১৫ টি বিদ্যালয়ে মোট ৪৩২ জনকে দ্বিতীয় ডোজ ও ১৪৩ জনকে প্রথম ডোজ কোভিড -১৯ টিকাকরণ করা হয় । এর মধ্যে চেলিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ , সুতারমুড়া উচ্চ বিদ্যালয়ে ২৭ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও একজনকে প্রথম ডোজ , গজারিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৮ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও পাচ জনকে প্রথম ডোজ , ভদ্রাবতী উচ্চ বিদ্যালয়ে ৩৩ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও সাত জনকে প্রথম ডোজ , উত্তর চড়িলাম উচ্চ বিদ্যালয়ে আট জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও ১২ জনকে প্রথম ডোজ , সরকারটিলা উচ্চ বিদ্যালয়ে ৩১ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও নয় জনকে প্রথম ডোজ , ঘনিয়ামারা উচ্চ বিদ্যালয়ে ৪৪ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও ২১ জনকে প্রথম ডোজ , লালসিংমুড়া উচ্চ বিদ্যালয়ে ৪৯ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও সাত জনকে প্রথম ডোজ , অরবিন্দ নগর উচ্চ বিদ্যালয়ে ২২ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও ২৮ জনকে প্রথম ডোজ , বিশালগড় উচ্চ বিদ্যালয়ে ১০৭ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ ও ২৯ জনকে প্রথম ডোজ , উত্তর ব্রজপুর উচ্চ বিদ্যালয়ে ১০ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ , স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে ১৯ জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ এবং এভারগ্রীন ইনষ্টিটিউট এ ১৬ জনকে দ্বিতীয় ডোজ ও পাঁচ জনকে প্রথম ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে । টিকাকরণের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকল ছাত্রছাত্রীদের করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান । উক্ত টিকাকরণে উপস্থিত ছিলেন এমপিডব্লিও , এমপিএস , এলাকার আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয় ।



