Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলমান্দাই - র বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

মান্দাই – র বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন চারঘড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নবীন সিং পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১২ মে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে এলাকার মোট ১৭ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । এরমধ্যে মা ছিলেন আট জন ও শিশু ছিল নয় জন । এই অনুষ্ঠানে এমপিডব্লিও কর্ণ দেববর্মা ও কমিউনিটি হেলথ অফিসার সরিকা দেববর্মা ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন এবং শিশুর সঠিক সময়ে টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো , হাসপাতালে প্রসবের উপকারিতা , পরিবার পরিকল্পনার সুফল গ্রহণ করার নিয়ে আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে আশাকর্মী ফুলুরাণী রূপিনী অঙ্গনওয়াড়িকর্মী ঊষা রাণী দেববর্মা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন হারবঙ উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে হারবঙ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১২ মে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে এলাকার মোট ১৬ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । তাতে এমপিডব্লিও ইরেন্দ্র দেববর্মা ডেঙ্গু , ম্যালেরিয়া প্রতিরোধে বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা , রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করা এবং সন্ধ্যার সময় ফুলহাতা জামা প্যান্ট পরিধান করার জন্য পরামর্শ প্রদান করেন । তাছাড়া তামাক ও মাদক ব্যবহারের কুফল এবং কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে আশাকর্মী মুগতি দেববর্মা অঙ্গনওয়াড়িকর্মী বুধু রাণী দেববর্মা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন পূর্ব নোয়াবাদী উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গোলক ঠাকুর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১২ মে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে এলাকার মোট ৩৩ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানে এমপিডব্লিও রেখা দাস ও কমিউনিটি হেলথ অফিসার গৌতমী মলসম ডেঙ্গু , ম্যালেরিয়া এবং কোভিড- ১৯ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন এবং শিশুর সঠিক সময়ে টিকাকরণের উপকারিতা , গর্ভবর্তী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো , হাসপাতালে প্রসবের উপকারিতা , পরিবার পরিকল্পনার সুফল গ্রহণ করার নিয়ে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে আশাকর্মী সন্ধ্যা দেববর্মা অঙ্গনওয়াড়িকর্মী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য