বেশ কিছুদিন ধরেই শাহরুখ খান কন্যা সুহানার বলিউডে আত্মপ্রকাশের নানা খবর শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, নামী কোনও পরিচালকের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ হবে কিং খান কন্যার। অবশেষে আজ প্রকাশ্যে এল ছবির পোস্টার এবং টিজার। পরিচাবক জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিন তিনজন স্টার কিড। সুহানা খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে বনি কপূর কন্যা খুশিকে এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। মেয়ের প্রথম ছবির টিজার ও পোস্টার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় সুহানার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান। এদিন বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘দ্য আর্চিস’ ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।



