মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন হলুদিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন চানপাড়ায় গতকাল এক ম্যালেরিয়া শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৩৫ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন । স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষা করেন ও ব্লাড স্লাইড সংগ্রহ করেন । তাতে সবার রিপোর্টই নেগেটিভ ছিল । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিএস প্রশান্ত সিংহ রায় , এমপিডব্লিও শুভম দে , দেবব্রত পাল এবং আশাকর্মী অমিতা দেববর্মা । উক্ত শিবিরে উপস্থিত সকলকে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে নিয়মিত মশারি ব্যাবহার করা , ডিটিটি স্প্রে করা , বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



