সালেমা আইসিডিএস প্রকল্পের অন্তর্গত উত্তর হালহালি পঞ্চায়েতের কৃষ্ণনগর ১ নং অঙ্গনওয়াড়ি সেন্টারে গতকাল এক মেগা কমিউনিটি বেসড ইভেন্ট কার্যক্রম শিবির অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ৬ মাসের শিশুদের অন্নপ্রাশন , গর্ভবতী মহিলাদের সাধ ভক্ষণ ও শিশুদের হাতে খড়ি কর্মসূচি পালন করা হয় । এছাড়াও ৩ থেকে ৬ বছরের ১৬ জন শিশুর মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পোষাক বিতরণ করা হয় । অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস , ভাইস চেয়ারম্যান তাপস পাল , সিডিপিও সুব্রত মিশ্র চৌধুরী এবং উত্তর হালহালি গ্রামপঞ্চায়েত প্রধান ।



