প্ৰাক উত্তর জেলার অধীন আনন্দবাজার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গত ৯ মে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় । তাতে স্বাস্থ্যকর্মীরা ২৯ জন গর্ভবতী মাকে প্রসবকালীন পরীক্ষা – নিরীক্ষা বিনামূল্যে করেন । পাশাপাশি সকলকে রক্তাল্পতা রোধে নিয়মিত আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , আয়োডিন ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিরোধের উপায় , গর্ভবতী মা ও শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা নিয়ে আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । এই কর্মসূচিতে গর্ভবতী মায়েদের রক্তচাপ ও ওজন পরিমাপ করা সহ এইচআইভি টেস্ট , হিমোগ্লোবিন টেস্ট এবং প্রাক প্রসবকালীন এএনসি চেকআপ করা হয় । এই কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের ডাঃ জেকসন রিয়াং ও এমপিডব্লিও অঞ্জনা রিয়াং অংশগ্রহণ করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



