ধলাই জেলার আওতাধীন মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন জারুলছড়া হেলথ অ্যান্ড ওয়েলন্যাস সেন্টারের অন্তর্গত গকুলনগর এস বি স্কুলে গত ৭ মে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৫৮ জন এলাকাবাসীকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । এরমধ্যে ১৯ জনকে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তবে কারোর শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি । এই শিবিরে কমিউনিটি হেলথ অফিসার হাবিবা খাতুন ম্যালেরিয়ার প্রতিরোধে ঘুমানোর সময় নিয়মিত মশারী ব্যবহার করা , বাড়ির আশপাশ পরিষ্কার রাখা , ডিটিটি স্প্রে করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন । তাছাড়া এমপিডব্লিও প্রসেনজিৎ বড়ুয়া শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , শিশুর জন্মের পর যথাশীঘ্র সম্ভব মায়ের বুকের দুধ পান কারনো , যক্ষ্মারোগ , টিবিরোগ , ম্যালেরিয়া , ডেঙ্গু ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন । উক্ত শিবিরে উপস্থিত ছিলেন আশা ফেসিলিটেটর কল্পনা মজুমদার ও আশাকর্মী রাজলক্ষ্মী চক্রবর্তী , স্বপ্না দাস । এছাড়াও উক্ত স্বাস্থ্যকেন্দ্রের অধীন জামিরছড়া হেলথ অ্যান্ড ওয়েলন্যাস সেন্টারের অন্তর্গত বৈষ্ণব পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৪৮ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন । প্রত্যেককে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় , তাতে কারোর শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায় নি । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা পাল , এমপিডব্লিও মিশ্রয় দেববর্মা , আশা ফেসিলিটেটর অরণ্য দেববর্মা , অঙ্গনওয়াড়িকর্মী মেহের বাণী কলই ও আশাকর্মী পূর্বা রাণী কলই উপস্থিত ছিলেন । এখানেও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



