নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। যা দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেট নাগরিকরা। দীর্ঘদিন ধরে জনপ্রিয় ‘অবতার’ ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে সিক্যুয়েলের টিজার ট্রেলারে দারুণ খুশি তাঁরা। ২০০৯ সালে যখন হলিউড ছবি ‘অবতার’ মুক্তি পায়, তখন কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল বিনোদন জগত। জেমস ক্যামেরনের এই ছবিকে ঘিরে আজকের দিনেও উন্মাদনার শেষ নেই।বিভিন্ন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত যত ছবি তৈরি হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি খরচ হয়েছে ‘অবতার’ ছবিটি তৈরি করতে গিয়ে। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। শীঘ্রই আসতে চলেছে ‘অবতার’ ছবির সিক্যুয়েল। ‘অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার’ছবির অপেক্ষায় দর্শকেরা। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অবতার’ ছবিটি গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। জানা গিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ‘অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির পরবর্তী অধ্যায় চাক্ষুস করার অপেক্ষায় দর্শকেরা। জানা গিয়েছে, একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।



