Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলইয়াকুব নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম

ইয়াকুব নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের অধীন ধর্মনগর স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত গত ৬ মে ইয়াকুব নগর অঙ্গনওয়াড়িকেন্দ্রের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এই কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ৮৫ জন ছাত্রছাত্রীকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের ডাঃ সঙ্গীতা চক্রবর্তী স্ক্রিনিং করেন । স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে এইচআইভি , টিবি ও কুষ্ঠ রোগের লক্ষণ এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । তাছাড়া শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত টিকাকরণের গুরুত্ব , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ নিশ্চিত করা , জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম প্রকল্প , আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাসমূহ নিয়ে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী । এছাড়াও গত ৬ মে পানিসাগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ভাটি সলেনবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের ডাঃ অভিনব ধর মোট ২৭ জন শিশুর স্ক্রিনিং করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন । এছাড়াও স্বাস্থ্যকর্মীরা উক্ত অনুষ্ঠানে জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম , আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য