Thursday, December 4, 2025
বাড়িখবরলাইফ স্টাইলগকুলনগর উন্মেস অবাসিক বিদ্যালয়ে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন

গকুলনগর উন্মেস অবাসিক বিদ্যালয়ে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন

গতকাল বিশালগড় মহকুমা হাসপাতালের অন্তর্গত গকুলনগর উন্মেষ অবাসিক বিদ্যালয়ে বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস , আবাসিক বিদ্যালয়ের তত্বাবধায়ক জ্যোতির্ময় মজুমদার , ডাঃ সুখেন্দু দেবনাথ , ডাঃ শংকর আচাৰ্য্যসহ অন্যন্য হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার ও ফার্মাসিস্টগন ৷ অনুষ্টানে অতিথিরা বিশ্ব হোমিওপ্যাথি দিবস ও স্যামুয়েল হ্যানিম্যানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচন করা হয়।পাশাপাশি একটি হোমিওপ্যাথি স্বাস্থ্য শিবিরেরও অয়োজন করা হয় । অবাসিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী এবং অন্যান্য কর্মকর্তা সহ মোট ৯০ জন স্বাস্থ্য পরিসেবা গ্রহন করেন । অনুষ্ঠান শেষে অতিথিগন আবাসিক বিদ্যালয়ের তত্বাবধায়কের হাতে চাল , ডাল , তেল , বিস্কুট , কেক তুলে দেন আধিকারিকগণ । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য