Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলরশি রাম সিপাই পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

রশি রাম সিপাই পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত দীনকোবরা পাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অওতাধীন মোহন্ত শিকারী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২৮ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৫ জন মা ও শিশু উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও প্রদীপ দেববর্মা জেএসএসকে , জেএসওয়াই ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা গ্রহণ করা , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাকর্মী নন্দরাণী দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী কল্পনা দেববর্মা । অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত আশিঘর উপস্বাস্থ্যকেন্দ্রের অওতাধীন রবি চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২৮ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৫ জন অংশগ্রহণ করেন । এর মধ্যে মা ছিল সাত জন ও শিশু উপস্থিত ছিল আট জন । উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও রঞ্জন দাস শিশুর সঠিক সময়ে টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো ও হাসপাতালে প্রসবের উপকারিতা , পরিবার পরিকল্পনার সুফল গ্রহণ , যক্ষ্মা , ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড- ১৯ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । তাছাড়া জেএসএসকে , জেএসওয়াই ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাকর্মী মঞ্জুরাণী দেববর্মা , আশাফেসিলিটেটর শুভলক্ষ্মী দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী রাজলক্ষ্মী দেববর্মা । অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত চারঘরিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের অওতাধীন রশি রাম সিপাই পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২৮ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৪ জন অংশগ্রহণ করেন । এর মধ্যে মা ছিল আট জন ও ছয় জন শিশু উপস্থিত ছিল । উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা যক্ষ্মা , ডায়ারিয়া , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড- ১৯ প্রতিরোধের উপায় , শিশুর সঠিক সময়ে টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ করানো ও হাসপাতালে প্রসবের উপকারিতা , পরিবার পরিকল্পনার সুফল গ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাকর্মী সেনতী দেববর্মা অঙ্গনওয়াড়িকর্মী রূপালী দেববর্মা । অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে । 8

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য