জাতীয় স্বাস্থ্যমিশনের সহযোগিতায় ও টেপানিয়া ব্লকের উদ্যোগে টেপানিয়া ব্লকভিত্তিক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয় । ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী । স্বাস্থ্যমেলার উদ্বোধন করে তিনি বলেন , গ্রামীণ জনগণের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এধরণের মেলার আয়োজন করা হচ্ছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী জিতেন্দ্র চন্দ্র মজুমদার ও গোমতী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক দেবশ্রী দেববর্মা । স্বাগত বক্তব্য রাখেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ । সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস । উপস্থিত ছিলেন বিডিও পারমিতা মজুমদার । স্বাস্থ্যমেলা উপলক্ষে ২০ টি প্রদর্শনী মন্ডপ খোলা হয় । মেলায় দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করা হয় ।



