সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালে এমসিএইচ ক্লিনিকে গত ২০ এপ্রিল রুটিন টিকাকরন কর্মসূচী অনুষ্ঠিত হয় । এই টিকাকরন কর্মসূচীতে শিশুদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে এবং সুরক্ষিত থাকতে এই টিকাকরন করা হয় । এই টিকাকরন কর্মসূচীতে মোট -২৫ জনকে টিকাকরন করা হয় । এর মধ্যে ২ জন গর্ভবতী মহিলা এবং ২৩ জন শিশুদের বিসিজি , আইপিভি , ওপিভি , আরভিভি , পেনটা , এমআর , জেই , টিডি , পিসিভি , ডিপিটি ইত্যাদি বিভিন্ন রোগের টিকাকরন করা হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।