Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলশান্তিপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

শান্তিপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ময়নামা হেলথ অ্যান্ড ওয়েলন্যাস সেন্টারের অন্তর্গত তিলক পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২১ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ১৯ জন মা ও শিশু অংশগ্রহণ করেন এরমধ্যে শিশুর সংখ্যা ছিল ১১ জন ও মা ছিলেন আট জন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও , অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে উপস্থিত মা ও শিশুদের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ের উপর ক্যুইজ করা হয় ও সঠিক উত্তরদাতাদের পুরস্কার প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন মনুঘাট এমসিএইচ ক্লিনিকের অন্তর্গত শান্তিপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ ২৫ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । তাতে মোট ৪৯ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । এই কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও রোমন দেবনাথ , অঙ্গনওয়াড়িকর্মী শিখা দাস ও আশাকর্মী বিভারাণী সরকার উপস্থিত ছিলেন । উক্ত দুটি কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা জেএসএসকে , জেএসওয়াই ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন এবং শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ পান করানোর উপাকারিতা ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । দুটি অনুষ্ঠানের শেষেই উপস্থিত সকলকে পুষ্টিকর আহার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য