গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন লক্ষীলুঙ্গা উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত দুর্গাবাড়ি চা বাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৯ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মা ও শিশুসহ মোট ২৬ জন উপস্থিত ছিলেন । স্বাস্থাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত সকলকে গর্ভকালীন সময়ে হাসপাতালে গিয়ে কমপক্ষে চারটি পরীক্ষা – নিরীক্ষা করানো , প্রাতিষ্ঠানিক প্রসব , শিশুদের সঠিক সময়ে টিকাকরণ করানো ও পরিবার পরিকল্পনা সুফল গ্রহণ করার ব্যাপারে আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও দিলীপ দেবনাথ এবং আশাকর্মী রত্না রাণী দেব আশা ফেসিলিটিটেটর ঝুমা শীল ও অঙ্গনওয়াড়িকর্মী তুলসী রায় পরিষেষে উপস্থিত সকলকে পুষ্টিকর আহার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



