Wednesday, December 3, 2025
বাড়িখবরলাইফ স্টাইলজন্মদিন বলিউড অভিনেতা বরুণ ধবনের।

জন্মদিন বলিউড অভিনেতা বরুণ ধবনের।

বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। কখনও রোম্যান্টিক চরিত্রে, কখনও আবার সিরিয়াস চরিত্র কিংবা কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক বরুণ ধবনের সম্পর্কে অজানা কিছু তথ্য।বিভিন্ন সাক্ষাৎকারে বরুণ ধবন নিজেই জানিয়েছেন যে, ছোটবেলায় তিনি খুবই দুষ্টু ছিলেন তিনি। তাঁর বাবা ডেভিড ধবন ও মা লালি ধবনকে তাঁকে শান্ত করতে এবং শিষ্টাচার শেখাতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে।দাদা রোহিত ধবনের সঙ্গে একেবারেই রাম-লক্ষণের মতো সম্পর্ক বরুণ ধবনের। বেশ কিছু সময় অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁর দাদা সবসময় একজন পরিচালক হতে চাইতেন। কিন্তু তিনি চাইতেন অভিনেতা হতে।বরুণ ধবনের বাবা তাঁদের হোম প্রোডাকশন থেকে ছেলেকে লঞ্চ করতে চাননি। তিনি চেয়েছিলেন, বরুণ নিজের দক্ষতায় কাজ পান। পরবর্তীকালে কর্ণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন বরুণ।স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় বরুণ ধবনের। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্যও পায়।বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির শ্যুটিং চলাকালীন একবারও ছেলের সঙ্গে দেখা করতে সেটে যাননি বরুণ ধবনের বাবা। ছবিটি মুক্তির আগে তিনি একটিও দৃশ্য দেখেননি।বলিউড তারকা গোবিন্দার অত্যন্ত বড় অনুরাগী বরুণ ধবন। ‘ম্যায় তেরা হিরো’ ছবিটি প্রিয় অভিনেতাকে উৎসর্গ করেই তৈরি করেন বরুণ।জানা যায়, বলিউডে অভিনেতা হিসেবে অনেক পরে আত্মপ্রকাশ হয়েছে বরুণ ধবনের। তার আগে তিনি সহকারী পরিচালক হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন। ‘মাই নেম ইজ খান’ ছবিতে কর্ণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন তিনি।বরুণ ধবনের অভিনীত ‘বদলাপুর’ ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য পায়, তেমনই এই ছবির জন্য প্রশংসিত হন অভিনেতা। জানা যায়, এই ছবির শ্যুটিংয়ের সময় থেকে লাইফস্টাইল বদলে ফেলেন বরুণ। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া বন্ধ করে দেন। একা থাকতে শুরু করেন। তাঁর এমন পরিবর্তন দেখে চিন্তায় পড়ে যান অভিনেতার মা। তিনি বরুণ ধবনের বন্ধুদের ফোন করে জানতে চান কী সমস্যা হয়েছে।সামনেই একাধিক ছবিতে দেখা যেতে চলেছে বরুণ ধবনকে। ‘যুগ যুগ জিও’, ‘বাওয়াল’ এবং আরও বেস কিছু ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। বরুণ ধবনকে জন্মদিনের শুভেচ্ছা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য