বলিউডে এবার নতুন জুটি। রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না জুটি বাঁধতে চলেছেন ‘অ্যানিম্যাল’ ছবিতে। হিমাচল প্রদেশে, বরফে ঢাকা মানালির পার্বত্য এলাকায় শুরু হল ছবির শ্যুটিং। শুক্রবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ছবির শ্যুটিং শুরুর কথা। একটি ছবি পোস্ট করেন। ক্ল্যাপস্টিকে ‘অ্যানিম্যাল’ লেখা, টিমের এক সদস্য সেটি ধরে আছেন। তরণ আদর্শ ক্যাপশনে লেখেন, ‘রণবীর কপূর – সন্দীপ রেড্ডি ভাঙ্গা: ‘অ্যানিম্যাল’ শ্যুটিং শুরু হচ্ছে আজ।’ এই ছবির হাত ধরেই প্রথম একসঙ্গে কাজ করবেন রণবীর কপূর ও সন্দীপ রেড্ডি। সন্দীপ রেড্ডি এর আগে ‘কবীর সিংহ’ ও ‘অর্জুন রেড্ডি’র মতো ছবি পরিচালনা করেছেন।



