তেলিয়ামুড়া ব্লকভিত্তিক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয় । তেলিয়ামুড়া টাউনহলে আয়োজিত এই মেলার সূচনা করে বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন , সুস্থ ভারত ও সুস্থ ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে । রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর । অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা . নির্মল সরকার , তেলিয়ামুড়া ব্লকের অ্যাডিশনাল বিডিও হরিপদ সরকার । এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস ও ভাইস চেয়ারম্যান অপু লোধ , জিলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার । খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও তেলিয়ামুড়া ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগা প্রদর্শন , নৃত্য ও সংগীত পরিবেশন করা হয় ।



