নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন রাংরুং উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন বিজিতনগর এলাকায় গত ১২ এপ্রিল জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ম্যালারিয়া শণাক্তকরনে ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় । এই কর্মসূচিতে আশাকর্মী মঞ্জু বৈদ্য এলাকর মোট ১১ জনের ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য ব্লাড স্লাইড সংগ্রহ করেন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা পতঙ্গ বাহিত রোগ কি , কিভাবে ছড়ায় এবং প্রতিরোধে নিয়মিত মশারী ব্যবহার করা নিয়ে আলোচনা করেন এবং ম্যালেরিয়া , ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিস রোগ সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



