Sunday, September 8, 2024
বাড়িখবরলাইফ স্টাইলবিজিতনগরে জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি

বিজিতনগরে জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি

নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন রাংরুং উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন বিজিতনগর এলাকায় গত ১২ এপ্রিল জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ম্যালারিয়া শণাক্তকরনে ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় । এই কর্মসূচিতে আশাকর্মী মঞ্জু বৈদ্য এলাকর মোট ১১ জনের ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য ব্লাড স্লাইড সংগ্রহ করেন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা পতঙ্গ বাহিত রোগ কি , কিভাবে ছড়ায় এবং প্রতিরোধে নিয়মিত মশারী ব্যবহার করা নিয়ে আলোচনা করেন এবং ম্যালেরিয়া , ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিস রোগ সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য