ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ধনীছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন জামিনী পাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে কামদেবছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন কন্দ্রকারবাড়ি পাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে এবং ভাটি মাছমারা উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন নারায়ণপুর অঙ্গনওয়াড়িকেন্দ্রে গত ১৩ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ৫৯ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । স্বাস্থ্যকর্মীরা এই অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , মা ও শিশুর পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , রক্তাল্পতা রোধে নিয়মিত আয়রন টেবলেট সেবন , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা গ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও শিখা চাকমা , অনিতা চাকমা ও সমীর দেবনাথ , আশা ফেসিলিটেটর , অঙ্গনওয়াড়িকর্মী এবং এলাকার আশাকর্মী অংশগ্রহণ করেন । অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । তাছাড়া কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন কাউলিকুরা উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন কাউলিকুরা ১ নং ওয়ার্ড অঙ্গনওয়াড়িকেন্দ্রে গত ১৩ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৮ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , মানুষের সুস্থ দেহ ও মনের বিকাশে যোগার গুরুত্ব , টিবি রোগ কি , কিভাবে ছড়ায় , রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি , ডায়ারিয়া এবং ম্যালেরিয়া প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও রাজিব আলী ও এলাকার আশাকর্মী । এদিকে উক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জলাই উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন রাঁচি পাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে গত ১৩ এপ্রিল গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ৪০ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , মাতৃদুগ্ধ পানের উপকারিতা ও প্রয়োজনীয়তা , গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও সমীরণ সৌন্দী ও সুব্রত চক্রবর্তী , অঙ্গনওয়াড়িকর্মী এবং এলাকার আশাকর্মী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



