Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলবিশালগড় মহকুমা হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন

বিশালগড় মহকুমা হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন

সিপাহীজলা জেলার উদ্যোগে বিশালগড় মহকুমা হাসপাতালের সেমিনার হলে গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন করা হয় । এই অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার ডিস্ট্রিক্ট সারভিল্যান্স অফিসার তথা ডিস্ট্রিক্ট ম্যালেরিয়া অফিসার ডাঃ অন্তরা বণিক । তাছাড়া তিনি এই বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ‘ আওয়ার প্লেনেট আওয়ার হেলথ ’ নিয়ে আলোচনা করে , আমাদের জীবন শৈলী পরিবর্তন করে স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন । এছারাও এই অনুষ্ঠানে বিশালগড় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ রাজীব সরকার বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের তাৎপর্য ব্যাক্ষা করেন এবং শারিরীক , মানসিক ও সামাজিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন । পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রোধে আমাদের প্রকৃতিক সম্পদ জল , বায়ু , মাটি ও খাদ্যকে দুষণ মুক্ত রাখা এবং পক্ষকাল ব্যাপী সচ্ছতা পক্ষ পালন করার জন্য আহ্বান জানান । উক্ত অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মধ্যে বিশালগড় মহকুমা হাসপাতালের এমসিএইচ ক্লিনিকের এমপিডব্লিও জয়া দেবনাথ হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা হাসপাতালের কমিউনিটি হেলথ অফিসার , এমপিডব্লিও , আশাফেসিলিটেটর , আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য