Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইল১৮ এপ্রিল ঊনকোটি জেলায় ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলা

১৮ এপ্রিল ঊনকোটি জেলায় ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলা

চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাগৃহে গত ১০ এপ্রিল চন্ডীপুর ব্লকভিত্তিক স্বাস্থ্যমেলা আয়োজিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস । আগামী ১৮ এপ্রিল ঊনকোটি জেলার ৪ টি ব্লকেই ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে । চন্ডীপুর ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে মনুভ্যালি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে । মেলায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে অ্যালোপ্যাথিক , হোমিওপ্যাথিক ও আয়ুবের্দিক ঔষধ প্রদান করা হবে । মেলায় আয়ুষ্মান ভারত কার্ড ও আধার কার্ড তৈরির ব্যবস্থা থাকবে । স্বাস্থ্য মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে একটি স্বেচ্ছা রক্তদান শিবির । এই ব্লকভিত্তিক স্বাস্থ্য মেলার আয়োজক ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি । সহায়তায় চন্ডীপুর ব্লক ও সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমী , বিডিও এল চত্তাচাং , জেলা স্বাস্থ্য দপ্তরের সারভাইলেন্স অফিসার ডা . শঙ্খশুভ্র দেবনাথ , সমরুরপাড় পিএইচসি’র এমওআইসি ডা . রিয়া ভদ্র , ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগণ এবং চন্ডীপুর ব্লকের সিডিপিও , ব্লকের বিদ্যালয় পরিদর্শক প্রমুখ । চন্ডীপুর ব্লক কার্যালয় সূত্রে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য