Thursday, January 22, 2026
বাড়িখবরলাইফ স্টাইলকি বললেন আলিয়া রণবীরের সঙ্গে বিয়ের খবরে

কি বললেন আলিয়া রণবীরের সঙ্গে বিয়ের খবরে

বর্তমানে টক অফ দ্য টাউন অবশ্যই রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। দুই তারকা তাঁদের বিয়ের প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও তাঁদের বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে থেকে নানা তথ্য় প্রকাশ্যে আসছে। পাশাপাশি ইতিমধ্যেই আলো দিয়ে সাজানো হয়েছে আর.কে স্টুডিও থেকে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। পাশাপাশি সম্প্রতিই ‘রাজি’ অভিনেত্রীর দাদা রাহুল ভট্ট নিশ্চিত করে জানিয়েছেন যে, বিয়েটা হচ্ছে। এরইসঙ্গে আলিয়ার কাকা রবীন ভট্ট জানান, ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন দুই তারকা। তাই রণবীর-আলিয়া স্পিকটি নট থাকলেও তাঁদের বিয়ের খবর গোপন থাকছে না। সম্প্রতি এক ইউটিউবারের পক্ষ থেকে একটি মজাদার ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওতে কমেন্ট করলেন আলিয়া। রণবীর কপূরের সঙ্গে বিয়ের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী?রসম্প্রতি বিইউনিক নামে এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি মজাদার ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে ২০১৯ সালে মুক্তি পাওয়া শাহিদ কপূরের ‘কবীর সিং’ ছবির একটি দৃশ্য ফের তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিইউনিক সাদা রঙের কুর্তা-পায়জামা পরে একটি গাড়ির পিছনে দৌড়চ্ছেন। আর গাড়ির পিছনে ব্যানারে লেখা রয়েছে ‘আলিয়া ওয়েডস রণবীর’। এরইসঙ্গে ওই ভিডিওতে একবার তাঁর সঙ্গে আলিয়ার ছবি দেখা যাচ্ছে। পরক্ষণেই আলিয়ার পাশে রণবীরের ছবি বসানো হয়েছে। ভিডিওটিকে আরও মজাদার করে তোলার জন্য একটি দুঃখের গানও ব্যবহার করা হয়েছে। এই ভিডিও দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না আলিয়া ভট্ট। ভিডিওর নিচে কমেন্ট করে দিলেন। আর তাতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন যে, তাহলে কি আকারে ইঙ্গিতে বিয়ের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী? উত্তর সময় বলবে।প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যেই থাকছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে বসবে রিসেপশন পার্টি। প্রিয় তারকাদের বিয়ের খবরে উত্তেজিত অনুরাগীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য