Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলঊনকোটিতে অশোকাষ্টমী মেলা

ঊনকোটিতে অশোকাষ্টমী মেলা

প্রত্নতত্ত্বের রম্যভূমি ঊনকোটিতে গত ৮ এপ্রিল সন্ধ্যায় দু’দিনব্যাপী অশোকাষ্টমী মেলার সূচনা হয় । মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারান সিনহা । স্বাগত বক্তব্য রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক সূর্যকুমার দেববর্মা । মেলার উদ্বোধন করে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন , আমাদের দেশ ও জনগণ সর্বধর্মকে শ্রদ্ধা করে । এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ একত্রে মিলিত হয় । হয় ভাবের আদান প্রদান । তিনি বলেন , বিগত সময়ে পর্যটনকে কেন্দ্র করে উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপও নেওয়া হয়নি । বর্তমানে জেলায় যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে । জেলায় তিনটি জাতীয় সড়কের কাজ চলছে । রাজ্য সরকার ঊনকোটি , খাওরাবিল ও পেঁচারডহরের জলাশয় সহ হাওর সংলগ্ন বিলাসপুরে নির্মীয়মান সিঙ্গিরি মন্দিরকে কেন্দ্র করে একটি ট্যুরিস্ট সার্কিট তৈরির উদ্যোগ নিয়েছে । ইতিমধ্যে পেঁচারডহরের জলাশয়ের উন্নয়নে ৮১ কোটি টাকার ডিপিআর তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । রাজ্য সরকার ঊনকোটির উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে । অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস , কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় , ভাইস চেয়ারপার্সন নীতিশ দে , অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ , মহকুমা পুলিশ আধিকারিক ড . চন্দন সাহা প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল ( দাস ) , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব ও আইসিও সুকান্ত মলসই সহ সমাজসেবী শ্যামকুমার সিনহা । অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দ । মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংস্থার তরফে ১৪ টি স্টল খোলা হয়েছে । ঊনকোটির মুক্তমঞ্চে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সারা রাতব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য