Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলকাঞ্চনবাড়িতে যক্ষ্মা দুরীকরণ প্রকল্পে সচেতনতামূলক কর্মসূচি

কাঞ্চনবাড়িতে যক্ষ্মা দুরীকরণ প্রকল্পে সচেতনতামূলক কর্মসূচি

কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন স্থানে টিবি রোগের উপর সচেতনতামূলক কর্মসূচি করা হয় । গত ৭ এপ্রিল লালজুরি উপস্বাস্থ্যকেন্দ্রে , সায়দারপাড় উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন পশ্চিম সায়দারপাড় অঙ্গনওয়াড়িকেন্দ্রে , তরণীনগর উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন শান্তি নিকেতন অঙ্গনওয়াড়িকেন্দ্রে এবং এমরাপাসা এসবি বিদ্যালয়ে টিবি রোগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ঐদিন এমরাপাসা এসবি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন । তাতে স্বাস্থ্যকর্মীরা টিবি রোগ কি , কিভাবে ছড়ায় , রোগের লক্ষণ , চিকিৎসা , ডেইলি ডটস পরিষেবার সুবিধাসমূহ , সংশোধিত জাতীয় যক্ষা দূরীকরণ প্রকল্প ও পোষন যোজনায় সুবিধাভোগীদের জন্য নির্ধারিত সুবিধাসমূহ , মোবাইল ভেন এর সুবিধাসমূহ বিশদভাবে আলোচনা করেন । এই কর্মসূচিতে কমিউনিটি হেলথ অফিসার রুমা মালাকার , পারমিতা সিনহা , কনিকা মালাকার , স্নেহাংশু দেব ও এমপিডব্লিও তাপস দেববর্মা , দিপালী নমঃ , শিখা দেবনাথ , মিঠুন পাল এবং এলাকার আশাকর্মী উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য