ক্যারাটে দেহ এবং মনকে সুস্থ রাখার পাশাপাশি আত্মরক্ষার্থেও একটি প্রয়োজনীয় ক্রীড়া ।রবিবার বিবেকানন্দ বেয়ামাগারে প্রথম ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করে এই কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা জিনমাস্ট অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার ।প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে।
রবিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কনটাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এর আসর অনুষ্ঠিত হয় ।এই প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা জিনমাস্ট তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র বলেন ,ক্যারাটে দ্রুত গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে ।এই খেলার মাধ্যমে দেহ এবং মনের যেমন গঠন হয় তেমনি আত্মরক্ষার প্রয়োজনেও ক্যারাটে অতি প্রয়োজনীয় বিষয়ে উঠেছে।
অনুষ্ঠানের রাজ্যে সোনার মেয়ের দীপা কর্মকার বলেন, এই সেই বিবেকানন্দ ব্যায়ামাগার যেখান থেকে আমার খেলার জীবন শুরু হয়েছিল ।ব্যয়ামাগারের সকল সদস্যদের অভিনন্দন জানান তিনি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়ামোদীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ,লড়াই করেই সাফল্য অর্জন করতে হয়। একদিনের এই রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।



