খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার এনএসআরসিসিতে নর্থ ইস্ট জোন ইন্টারস্টেট এবং জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে খেলাধুলার পরিকাঠামো গড়ে উঠছে এবং এর ফলস্বরূপ বিভিন্ন জাতীয় টুর্নামেন্টে রাজ্যের খেলোয়াড়রা সাফল্য কুড়াচ্ছেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।
বৃহস্পতিবার থেকে রাজধানীর ns rcc তে ইউনেক্স সানরাইজ নর্থ ইস্ট জোন ইন্টারেস্টেট এবং জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপ এর আসর শুরু হয়েছে ।বৃহস্পতিবার চার দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ ,ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা এল ডারলং ,রাজ্য ব্যাডমিন্টন সংস্থার কার্যকরী সভাপতি রতন সাহা সহ অন্যান্যরা ।এই টুর্নামেন্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, গত ছয় থেকে সাত বছরের রাজ্যে ক্রিয়া পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে ।আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে ।মুখ্যমন্ত্রী জানান ,এই পর্যন্ত রাজ্যে আটটি সিন্থেটিক ট্রাফ ফুটবল গ্রাউন্ড হয়েছে। আরও একটি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড এর নির্মাণ কাজ চলছে ।একটি সিন্থেটিক হকি ফিল্ড এবং একটি সুইমিং পুল এর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।তিনি জানান ,বাধারঘাট এবং পানিসাগরে দুটি সিন্থেটিক অ্যাটলেটিক ট্রাফ গ্রাউন্ড হয়েছে ।মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের বাজেটে ক্রিয়া ক্ষেত্রে পরিকাঠামগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কৈলাশহর এবং উদয়পুরের দুটি মাল্টিপারপাস স্পোর্টস হল হচ্ছে ।রাজ্যে একটি বড় ইনডোর স্টেডিয়াম হবে। বাধারঘাটে 200 শয্যার স্পোর্টস হোস্টেল হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৫ টি জিমন্যাসিয়াম সেটআপ নির্মাণ করা হবে ।মুখ্যমন্ত্রী বলেন ,ক্রীড়া এবং সংস্কৃতি সুস্থ সমাজ গড়ে তুলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবশক্তিকে খেলার মাঠে নিয়ে আসার উৎসাহ জোগাচ্ছেন ।খেলো ইন্ডিয়া প্রকল্প এর অন্যতম উদাহরণ।
ইউনেক্স সানরাইজ নট ইস্ট জোন ইন্টারস্টেট এবং জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্য থেকে প্রতিযোগী প্রতিযোগীনিরা অংশগ্রহণ করেছেন ।ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।