Thursday, September 4, 2025
বাড়িখবরখেলাখোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুরু হল স্কুল ভিত্তিক অনুর্ধ ১৭...

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুরু হল স্কুল ভিত্তিক অনুর্ধ ১৭ বছরের ছেলে মেয়েদের নিয়ে খো খো খেলার প্রতিযোগিতা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা সেপ্টেম্বর.…..মঙ্গলবার বিকেল ৩ টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে খোয়াই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত রাজ্য স্তরে অনূর্ধ্ব সতেরো বছর বয়সের ছেলেমেয়েদের নিয়ে স্কুল বিভাগে খো খো খেলার প্রতিযোগিতা। এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী পর্বে উদ্ভোধক ছিলেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস‚ প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ বিশেষ অতিথি হয়ে খোয়াই জেলা শাসক রজত পন্থ‚ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়‚ ত্রিপুরা যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিপ্লব দত্ত প্রমুখরা উপস্থিত ছিলেন। উদ্ভোধনী পর্বে সভাপতিত্ব করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস। এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমলেন্দু শীল। অনুষ্ঠানের অতিথিরা জল সিঞ্চন করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন। এরপর ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পতাকা উত্তোলন করেন অপু রায়‚ তৎসঙ্গে আটটি জেলার টিম ম্যানেজাররা নিজ নিজ জেলার পতাকা উত্তোলন করেন। তারপর সাদা পায়ড়া ও গ্যাস বেলুন উড়িয়ে দিয়ে শান্তি – সম্প্রতির বার্তা প্রেরণ করেন অতিথিরা। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন কমলেন্দু শীল‚ পরপর বক্তব্য রাখেন অপু রায়‚ রজত পন্থ‚ বিনয় দেব্বর্মা‚ অনুকূল দাস। সমস্ত খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান জাতীয় স্তরের খো খো খেলোয়াড় রাজবীর দেব। একটি সমবেত নৃত্য পরিবেশন করেন মধুনিক্কন ডান্স একাডেমির শিল্পীরা‚ এরপর একটি যন্ত্রসঙ্গীত ও ঢাক বাজিয়ে মা দূর্গার আগমনীর আবহ তৈরী করা হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির তরফে সেন্ট্রাল অফিসিয়ালদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন অপু রায় ও বিপ্লব দত্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমীর কুমার দাস বক্তব্য রাখার মধ্য দিয়ে উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন‚ এবং দ্বিতীয়ার্ধের মূল পর্বের ক্রীড়ানুষ্ঠানের সূচনা করেন। আগামী ৪ ’ঠা সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা। এই ক্রীড়ানুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের হয়ে জাতীয় স্তরে খো খো খেলাতে খেলোয়াড়দের নির্বাচন করা হবে‚ এবং সমাপনী পর্বে ৮ ’টি জেলার ছেলে ও মেয়েদের পৃথকভাবে ১৬ ’টি দলের মধ্যে ৪ ’টি দলকে বাছাই করে চ্যেম্পিয়ান ও রানারআপ হিসেবে পুরস্কৃত করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য