জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আজ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। শুক্র বার বিকালে বাধারঘাটস্হিত ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে তারকা খচিত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৩-০ গোলে AGSC-কে পরাজিত করে। এদিকে খেলা শুরু হওয়ার আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্যী ক্রীড়া সচিব এবং অধিকর্তা ক্রীড়া পর্ষদ সচিব সহ প্রমুখ।
এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে রীতিমতো উৎসবের মেজাজ দেখা যায়। আজকের এই জমজমাট প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি, শান্তনু বণিক সাধারণ সম্পাদক সন্তোষ গো প মুখ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া দপ্তর সচিব, অধিকর্তা সহ দুদলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।।