এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করে চলছে। শুক্রবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রাজ্যের ৩৯ জন প্রতিভাবান খেলোয়ারদের হাতে অর্থ রাশি প্রদান করা হয়।
হকির জাদুকর ছিলেন মেজর ধ্যানচাঁদ ।তার জন্মদিন 29 আগস্ট ।এই দিনটিকে দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যেও এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু দেবনাথ, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে ।বিকশিত ভারতের লক্ষ্যে খেলাধুলার মান উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।তিনি আরো জানান ,এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ।তিনি জানান, খেলাধুলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ঘটনা খেলাধুলার প্রতি রাজ্য সরকারের ভালোবাসার পরিচয় দেয়। তিনি বলেন, খেলাধুলাকে মন থেকে নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পে ৩৯ জন খেলোয়ার কে অর্থরাশি প্রদানের মাঝ্যমে সংবর্ধনা দেওয়া হয় । জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার এবং রবিবার বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।