Friday, August 29, 2025
বাড়িখবরখেলাআইন প্রণয়ন করে প্রধানমন্ত্রীই দেশের ক্ষেত্রে স্বচ্ছতা এনেছেন- সাংসদ বিপ্লব কুমার দেব

আইন প্রণয়ন করে প্রধানমন্ত্রীই দেশের ক্ষেত্রে স্বচ্ছতা এনেছেন- সাংসদ বিপ্লব কুমার দেব

স্বাধীনতার 79 বছর বাদে আইন প্রণয়ন করে ক্রিয়া ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।শুক্রবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ওএনজিসির কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি।

শুক্রবার দেশে হকির জাদুগর বলে খ্যাত মেজর ধ্যানচাঁদের জন্মদিন ।এই দিনটি সারাদেশে জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালিত হয়। জাতীয় ক্রিয়া দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।জাতীয় ক্রিয়া দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর ওএনজিসিস্হিত কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার ,পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এই অনুষ্ঠান ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান ,আমাদের প্রতিদিন এক ঘন্টা নিজের শরীরের জন্য বরাদ্দ রাখা উচিত। এতে শরীর ভালো থাকবে ।এই প্রসঙ্গে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে তিনি বলেন ,প্রধানমন্ত্রী ৭৪ থেকে ৭৫ বছর বয়স ।কিন্তু আজও তাকে ১৮ থেকে ২৫ বছরের নওজোয়ান মনে হয়। এর কারণ তিনি প্রতিদিন নিজের শরীরের জন্য এক ঘন্টা সময় দেন। জাতীয় ক্রীড়া দিবস প্রসঙ্গে বলতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ,১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে ।জাতীয় ক্রীড়া দিবস আমরা প্রতিবছর পালন করে আসছি। কিন্তু ক্রিয়া ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের কান্ডারী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য তিনি সদ্যসমাপ্ত অধিবেশনে একটি আইন এনেছেন ।এর মাধ্যমে ক্রিয়া ক্ষেত্রকে আর টি আই এর অধীনে আনা হয়েছে ।এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পদ্মশ্রী দীপা কর্মকারের প্রশংসা করেন সাংসদ বিপ্লব কুমার দেব ।এদিন জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে এক প্রিতী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ।এই ম্যাচে প্রতিদ্বন্দ্বি দুই দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য