Sunday, April 27, 2025
বাড়িখবরখেলাখোয়াই ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে বিমানবন্দর মাঠে আয়োজিত সিনিয়র ক্রিকেট ক্লাব লীগের ফাইনাল...

খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে বিমানবন্দর মাঠে আয়োজিত সিনিয়র ক্রিকেট ক্লাব লীগের ফাইনাল খেলায় জয়ী স্কাইলার্ক ক্লাব।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে এপ্রিল…..গত ৪২ দিন ধরে খোয়াই বিমানবন্দর মাঠে চলছিল খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ক্লাব ভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট।গত ১৪ই মার্চ থেকে শুরু হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্টটি। তাতে মহকুমার ১২টি ক্লাব এই খেলায় অংশ গ্রহণ করেছিল।আর শুক্রবার দিনটি ছিল এই টুর্নামেন্টের চুরান্ত পর্যায়ের খেলা।এই দিন খোয়াই বিমানবন্দর মাঠে ফাইনাল খেলতে মাঠে নামেন স্কাইলার্ক ক্লাব বনাম এভারগ্রীন ক্লাব। টসে জিতে এভারগ্রীন ক্লাব প্রথমে স্কাইলার্ক ক্লাবকে ব্যাটিং করার জন্য মাঠে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারে খেলতে নেমে স্কাইলার্ক ক্লাব ১০ উইকেট হারিয়ে ২৬০ রান করে। শেষে দ্বিতীয় ইনিংসে ২৬১রানের লক্ষমাত্রা নিয়ে মাঠে খেলতে নেমে এভারগ্রীন ক্লাব ৪৮ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০৮ রানে সবাই আউট হয়ে যায়। তাতে স্কাইলার্ক ক্লাব ৫২ রানে জয় লাভ করে। যদিও শুক্রবার এই খেলাকে কেন্দ্র করে প্রথমেই কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের প্রতি শোক জানাতে সমস্ত খেলোয়াড়, আম্পায়ার,স্কোরার থেকে শুরু করে খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সবাই হাতে কালো ব্যাজ ধারণ করে খেলতে নামেন খেলোয়াড়রা।এর জন্য খেলার প্রথমেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং কাশ্মীরে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।তার মধ্যে শুক্রবার দিনটি ছিল ক্রিকেট খেলার ভগবান অর্থাৎ সচীন তেন্ডুলকরের জন্ম দিন। ওনার জন্মদিনকে উৎযাপন করে উনাকে শ্রদ্ধা জানাতে শুক্রবার দিনটিকে ফাইনাল খেলার জন্য বেছে নেন খোয়াই ক্রিকেট এসোসিয়েশন। এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন রিপ্লোচনদ্র পাল। বেষ্ট বোলার হিসেবে নির্বাচিত হন রৌসন দাস। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সুমন দববর্মা। পুরস্কার বিতরণ নিয়ে খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা জানান এই দিন বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে না। তবে একটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বছরের খেলার পুরস্কার গুলি একসাথে দেওয়া হবে বলে জানান এসোসিয়েশনের কর্মকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য