Monday, February 17, 2025
বাড়িখবরখেলানেশা মুক্ত ত্রিপুরা গরতে খোয়াই পুর পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত...

নেশা মুক্ত ত্রিপুরা গরতে খোয়াই পুর পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় জয়ী টি আর কে এস।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ২২ শে জানুয়ার……নেশা মুক্ত ত্রিপুরা গরার লক্ষ্যে খোয়াই পুর পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে গত ১৮ই জানুয়ারি থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে শুরু হয়েছিল নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মহাকুমার ৮ টি দল অংশগ্রহণ করেছিল। শেষে বুধবার দিনটি ছিল এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার আয়োজন। এই দিন বিকেলে মাঠে ফাইনাল খেলতে নামে খোয়াই পুর পরিষদ বনাম টি আর কে এস এর প্লেয়াররা। এই ফুটবল প্রতিযোগিতায় বুধবার বিকেলে মাঠে খেলতে নেমে টি আর কে এস নির্ধারিত সময় 2-0 গোলে পুর পরিশদের টিমকে হারিয়ে জয়লাভ করে। এই ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলাতে বেস্ট গোলরক্ষকের পুরস্কার পান কিষান দেববর্মা, এই প্রতিযোগিতায় ৭টি গোল করে ম্যান অব দ্যা সিরিজ পান মনিশ তেলেংগা। এবং এই খেলাতে প্রাইজ মানিরও ব্যবস্থা ছিল চ্যাম্পিয়ন দল টি আর কে এস প্রাইজ মানি হিসেবে পান ১৫০০০ টাকা, এবং রানার্স হিসেবে পুর পরিষদের দল পায় দশ হাজার টাকা। রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন খোয়াই ফুটবল এসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস। এবং চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। বুধবার বিকেলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর মাঠে এই নক আউট ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি সিন্থেটিক মাঠে ফুটবল খেলা হওয়ার দরুন দশকদের মনে উৎসাহ ছিল ব্যাপক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য