চন্দ্র মেমোরিয়াল লিগের দ্বিতীয় ম্যাচ শেষ হলো গোল শূণ্য অবস্থায়। উমাকান্ত মাঠে অনুষ্ঠিত ম্যাচটি কোনও আকর্ষন ছিলো না। আকর্ষনবিহীন ম্যাচে রামকৃষ্ণ ক্লাব এবং ফরোয়ার্ড ক্লাব নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। ম্যাচের সেরা ফুটবলার কনজেন বামজিম সিং । শুরু থেকেই দু-দলের এলোমেলো খেলা ম্যাচটিকে সাদদামাটা করে দেয়। প্রথমার্ধে রামকৃষ্ণ ক্লাব ছন্নছাড়া ফুটবল খেলে। খেলা দেখে মনে হয়েছে শিল্ডের ফাইনালে পরাজয়ের জ্বালা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। ফাইনাল ম্যাচের লড়াকু মনোভাব এদিন উধাও ছিলো। অপরদিকে লিগে প্রথমবার খেলতে নেমেই ফরোয়ার্ড ক্লাব সমানে সমানে লড়াই চালিয়ে যায় রামকৃষ্ণ ক্লাবের বিপক্ষে। প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রামকৃষ্ণ কিছুটা লড়াকু মনোভাব দেখালেও মনিপুরের একঝঁাক ফুটবলার নিয়ে গড়া ফরোয়ার্ড সমানে লড়াই চালিয়ে যান। ফরোয়ার্ড ক্লাবের আক্রমণভাগের ফুটবলার লাইপাক পাম মেতেই পাওয়া সুযোগের সঠিক ব্যবহার করতে পারলে পুরো পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে পারতো তঁারা। অপরদিকে রামকৃষ্ণের গোলরক্ষক অলক দেববর্মা একটি অনবদ্য সেভ করতে না পারলে শূণ্য হাতেই মাঠ ছাড়তে হতো তাদের। দু-দলের ছন্নছাড়া ফুটবল মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করতে পারেনি। অপরদিকে এ ম্যাচ থেকে ১ পয়েন্ট করে পেয়ে দু-দলই কিছুটা স্বস্তিতে। এদিনের ম্যাচটি পরিচালনা করেন রেফারি আদিত্য দেববর্মা। কার্ড বিহীন ম্যাচটি বেশ ভালোভাবেই পরিচালনা করেন আদিত্য।