Thursday, August 7, 2025
বাড়িখবরখেলাছিটকে গেলেন ওপেনার রুতুরাজ

ছিটকে গেলেন ওপেনার রুতুরাজ

কব্জিতে চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সিরিজের বাকি দুটি টি ২০ ম্যাচ হবে শনিবার ও রবিবার। এই দুই ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে রুতুরাজের পরিবর্তে ময়াঙ্ক আগরওয়ালকে সামিল করার কথা জানানো হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে খেলতে পারবেন না ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়।গত বৃহস্পতিবার লখনউয়ে প্রথম টি ২০ ম্যাচের আগে তিনি তাঁর ডান হাতের কব্জির সন্ধিস্থলে যন্ত্রণা অনুভব করেন। এরপর তাঁর ওই চোট খতিয়ে দেখে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। একজন স্পেশ্যালিস্টের পরামর্শে এমআরআই করা হয়। চোট সারিয়ে ওঠার জন্য রুতুরাজ এখন ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অকাদেমিতে যোগ দেবেন। বাকি দুটি টি ২০ ম্যাচের জন্য নির্বাচক কমিটি স্কোয়াডে নিয়েছেন ময়াঙ্ক অগ্রবালকে। ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন ময়াঙ্ক।উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের আগে বিসিসিআই জানিয়েছিল, ডানহাতের কব্জিতে যন্ত্রণার জন্য এদিন খেলতে পারবেন না রুতুরাজ। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের ভারতীয় দল থেকে তৃতীয় খেলোয়াড় হিসেবে ছিটকে গেলেন রুতুরাজ। এর আগে সূর্যকুমার যাদব ও দীপক চাহার চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। সূর্যকুমার ও চাহার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। ধর্মশালায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ১০ টি ২০ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য