Thursday, August 7, 2025
বাড়িখবরখেলাগত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পারেনি। দুরন্তভাবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছলেও চেন্নাই...

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পারেনি। দুরন্তভাবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যেতে হয়েছিল। ভলিবল লিগে কি ট্রফি আসবে কলকাতায় ?

শুক্রবার প্রাইম ভলিবল লিগের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার দল কলকাতা থান্ডারবোল্টসের মুখোমুখি কালিকট হিরোজগত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পারেনি। দুরন্তভাবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছলেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যেতে হয়েছিল। ভলিবল লিগে কি ট্রফি আসবে কলকাতায় যাদের গ্রুপ পর্বে হারিয়েছিল কলকাতা। সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস টগবগ করছেন কলকাতা থান্ডারবোল্টসের অধিনায়ক অশ্বল রাই। বৃহস্পতিবার সন্ধ্যায় এবিপি লাইভকে অশ্বল বললেন, ‘গ্রুপ পর্বে কালিকট হিরোজকে হারিয়েছিলাম। রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। একটা দলের সঙ্গে খেললে একে অপরের শক্তি-দুর্বলতা বোঝা যায়। আমরা জানি ওরা কোন দিক দিয়ে আক্রমণ করবে। কোথায় কোন প্লেয়ার থাকবে। ওদের দুর্বলতাও জানি। সেটা কাজে লাগাব। সেটা বুঝেই আমাদের স্ট্র্যাটেজি তৈরি হবে।’গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছিল। প্রতিপক্ষকে হাতের তালুর মতো চেনাটাকে কি বলবেন, সুবিধা, নাকি অসুবিধা? অশ্বল বলছেন, ‘একে অপরের সঙ্গে খেলে থাকলে সেটা সুবিধা অসুবিধা দুইই হয়। কারণ, আমরা যেমন ওদের শক্তি ও দুর্বলতা জানি, ওরাও আমাদেরটা জানে। গ্রুপ পর্বে কী হয়েছে, সেসব মাথায় রেখে সেমিফাইনালে নামব না। সেমিফাইনাল একটা নতুন ম্যাচ। নতুন করে লড়াই হবে। ওরা অন্যদের বিরুদ্ধে কেমন খেলেছে, সেটাও মাথায় থাকবে।’বিনীত কুমার দুর্দান্ত ছন্দে। অশ্বল বলছেন ‘শুরুতে সামান্য মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। এখন দারুণ খেলছে বিনীত। আমাদের দলে ওর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।’ অশ্বলের চোট ছিল। তবে বলছেন, ‘আমার চোট রয়েছে। তবে দ্রুত সেরে উঠেছি। শুক্রবার কোর্টে ফিরতে চাই।বড় ম্যাচের আগে মানসিক প্রস্তুতিটা কেমন? ‘চাপ নিচ্ছি না। চাপ নিয়ে লাভ নেই। সাধারণ ম্যাচ ভেবেই খেলব,’ পরিণত গলায় বলছেন অশ্বল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য