ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগরতলা প্রেসক্লাব আয়োজিত কর্মরত সাংবাদিকদের এবারের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাপক সাড়া জাগিয়ে গত ১৯ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত হয়ে গেল লুডো প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে চাইনিজ চেকার প্রতিযোগিতা। পাশাপাশি আজ আনুষ্ঠিত হল কর্মরত সাংবাদিকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ইউনাইটেড ফ্রেন্ডসের ব্যাডমিন্টন কোর্টে প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের রাজ্য ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সোম্যদীপ সাহা। শুরুতে আগরতলা প্রেসক্লাবের সহ-সম্পাদক রমাকান্ত দের সঙ্গে প্রতীকী ব্যাডমিন্টন খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোম্যদ্বীপ সাহা। এদিন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৯ জন কর্মরত সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন শুভঙ্কর দাস, রানার্স সন্তোষ গোপ। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন অভিষেক দেববর্মা। চ্যাম্পিয়ন এবং রানার্সকে কল্যাণী দে ফাউন্ডেশনের তরফে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে ফাউন্ডেশনের ডিরেক্টর অভিষেক দে চ্যাম্পিয়ন শুভঙ্কর দাস এবং রানার্স সন্তোগোপের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন।ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি সুরজিৎ রায় ও নারায়ন দাস, যুগ্ম-সম্পাদক গিরিধারী দেবনাথ এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত কর্মরত সাংবাদিকদের মধ্যে এদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। উল্লেখ্য শীঘ্রই আগরতলা প্রেসক্লাব কর্মরত সাংবাদিকদের নিয়ে দাবা, ক্যারাম, টেবিলটেনিস এবং ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করতে চলেছে।