আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে, যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামীকাল সন্ধ্যায় একটি রাজ্য-স্তরের হকি টুর্নামেন্ট (অনূর্ধ্ব-17) শুরু হবে। সোনামুড়া মহকুমা অফিস। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিধায়ক সুভাষ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলাঘর পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল (রায়) এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেলাঘর পৌরসভার সিইও শিবজ্যোতি দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেলাঘর পৌরসভার ভাইস চেয়ারম্যান বনকুমার সাহা।