গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৭৬। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯৮।দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৭৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১ হাজার ৪৭৭।1 দেশে একদিনে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৪৯১ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০ হাজার ৭৯৯। দৈনিক পজিটিভিটি রেট ০.৩৫ শতাংশ। মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬ জন।এদিকে গতকাল থেকে কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, গতকাল থেকে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। একইদিনে ষাটোর্ধ্বদেরও প্রিকশন ডোজ শুরু হয়েছে। কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধব এমন ব্যক্তিরাও এই ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর তা নেওয়া যাবে।অন্যদিকে একদিনে রাজ্যে ফের বাড়ল রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪৩। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ১৬ হাজার ৫৮১। অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন। গতকাল এই সংখ্যাটা ১ ছিল। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৯১ জন। করোনাকে হারিয়ে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। রাজ্যে একদিনে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ৯৪ হাজার ১৮২ জন।