রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে তৈরি হওয়া সঙ্কটজনক পরিস্থিতিতে ইউক্রেনকে ঔষধ দিয়ে সাহায্য করবে ভারত। পাশাপাশি মানবিক সহায়তাও দেওয়া হবে। সোমবার এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানাল বিদেশ মন্ত্রক। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে ? এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, প্রয়োজনমতো আরও উড়ানের ব্যবস্থা করা হবে। কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন। দয়া করে চিন্তা করবেন না। একবার ইউক্রেনের সীমান্ত পেরিয়ে গেলেই, আপনাকে ফিরিয়ে আনার জন্য যাতে একাধিক বিমান থাকে তা আমরা নিশ্চিত করব। তাতে একদিন-দুই দিন যা-ই সময় লাগুক।