Friday, August 8, 2025
বাড়িখবরদেশ-বিদেশসোমবার পশ্চিমবঙ্গে বাম কর্মী-সমর্থকরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে পুরভোটে ভোট লুঠ ও...

সোমবার পশ্চিমবঙ্গে বাম কর্মী-সমর্থকরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে পুরভোটে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ দেখাল। জলপাইগুড়িতেও প্রতিবাদ-বিক্ষোভ।

রবিবার রাজ্যজুড়ে হওয়া পুরসভার ভোটে তাণ্ডব চালিয়েছে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা। অভিযোগ বামেদের। পুরভোটে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল বামেরা। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন একাধিক বাম নেতা। উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ভোটপরিচালনায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন বিমান বসু। তিনি বলেন, ‘কী ভাবে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, সেটাই করছে তৃণমূল। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে। নির্বাচন কমিশন নখ-দন্তহীন।’এদিনই পুরভোটে ভোটলুঠের অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন বাম নেতৃত্ব। বিমান বসুর নেতৃত্বে জমা দেওয়া হয় ডেপুটেশন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা রবীন দেব। ডেপুটেশনের পাশাপাশি নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভও করা হয় বামেদের তরফে।শুধু কলকাতাই নয়, পুরভোটে অশান্তি এবং ভোটলুঠের অভিযোগে জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে বাম কর্মী ও সমর্থকরা। সোমবার জলপাইগুড়িতে মহকুমাশাসকের দফতরের সামনে প্রতিবাদ অবস্থান শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। এসডিও অফিসে যাওয়ার সময় তাঁদের আটকানোর চেষ্টা করা পুলিশের তরফে। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জও করে জেলা পুলিশ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভোটের দিন পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই দেদার ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের।রবিবার জলপাইগুড়িতে একাধিক ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তা ঘিরে পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান বিরোধী দলের প্রার্থীরা। একাধিক এলাকায় বাইরে থেকে লোকজন ঢুকিয়ে বুথ জ্যাম করা হয়েছে বলে অভিযোগ। শুধু বামেরাই নয়, কংগ্রেস এবং বিজেপির তরফেও একই অভিযোগ করা হয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য